চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষে ‘বৈচিত্র্যের ঐক্য’ পর্ষদ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
পর্ষদ নেতারা জানায়, ‘বৈচিত্র্যের ঐক্য’ হলো অধিকার রক্ষার জন্য ধারাবাহিক সংগ্রামে নিয়োজিত শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। তারা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও মতের বৈচিত্র্যকে সম্মিলিত করে অধিকারভিত্তিক, অংশীদারিত্বমূলক এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্য রাখে।
ইশতেহারে ছয়টি মূল নীতি নির্ধারণ করা হয়েছে-গণতন্ত্র, অংশীদারিত্ব, অধিকারভিত্তিক ঐক্য, নিরাপদ ক্যাম্পাস, গণমুখী শিক্ষা এবং আধিপত্যবিরোধী অবস্থান। পর্ষদ নিয়মিত চাকসু নির্বাচন, শিক্ষার্থীদের নীতি–নির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবে।
ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও মব ভায়োলেন্স বন্ধে ‘ক্যাম্পাস চার্টার’ প্রণয়নের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা, প্রশাসনের জবাবদিহিতা স্থাপন এবং ছাত্র-শিক্ষক-স্থানীয় প্রতিনিধি সমন্বয়ে সেল গঠন করার প্রস্তাব রাখা হয়েছে।
রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে হলের সিট দখল বন্ধ করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি করা হয়েছে। দশটি নতুন হল নির্মাণের পাশাপাশি পরিবহন খাতে শাটল ট্রেন সংস্কার, বগি বৃদ্ধি, ক্যাম্পাসে ই–কার ও চক্রাকার বাস চালু এবং পার্শ্ববর্তী এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চালানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার দাবি জানানো হয়েছে। গবেষণা খাতে ১০ শতাংশ বাজেট, রিসার্চ ফেলোশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কার, ফ্যাকাল্টিভিত্তিক কাউন্সেলিং সেন্টার, হলে ফার্মেসি এবং স্বাস্থ্যবীমা চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
টিএসসি নির্মাণ, বার্ষিক স্পোর্টস ক্যালেন্ডার ও ‘ক্রীড়া কল্যাণ তহবিল’ গঠনসহ সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত। জাতিগত বৈচিত্র্য ও নারীবান্ধব ক্যাম্পাস গড়তে সংখ্যালঘু ও নারী শিক্ষার্থীদের সুরক্ষা, উৎসব ছুটি নিশ্চিতকরণ এবং যৌন নিপীড়নবিরোধী সেল সক্রিয় করার দাবি করা হয়েছে।
চাকসু অধ্যাদেশ–১৯৭৩-এর অগণতান্ত্রিক ধারা বাতিল, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের মত প্রকাশ ও সংগঠন করার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এসএইচ