মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হওয়ায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। বাংলা ও ইসলামের ইতিহাসে তার ফলাফল শূন্য হয়েছে।
ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানিয়েছেন, পরীক্ষা শুরুর প্রথম দিন (২৬ জুন) আনিসা মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। দায়িত্বরতরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। সে সময় আনিসা কেন্দ্রের বাইরে দীর্ঘসময় অপেক্ষা করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি।
[258647]
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও এবং ছবির কারণে অনেকেই মানবিক বিবেচনায় আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি তুলেছিলেন। অন্তর্বর্তী সরকারও বিষয়টি বিশেষভাবে বিবেচনা করেছিল। তবে ঢাকা বোর্ড এবং বাঙলা কলেজের যৌথ তদন্ত কমিটি ঘটনার সত্যতা যাচাই করায়, পরীক্ষার্থীর দেওয়া তথ্য মেলেনি। ফলে আনিসাকে পরীক্ষার সুযোগ দেওয়া হয়নি।
ডাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, আনিসা যদি বাংলা দ্বিতীয়পত্রে ৬৬ নম্বর পায়, তবে দুই পত্রের ফল মিলিয়ে তাকে পাস ধরা হবে। অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার সত্যতা না পাওয়ায় আনিসা পরীক্ষা দিতে পারছে না। এখন যে উপায় আছে, তা হলো দ্বিতীয়পত্রে ৬৬ নম্বর পেলে পাস করা।”
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, আনিসা যে হাসপাতালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছিল বলে জানিয়েছিল, তার সত্যতা যাচাইয়ে তথ্য মেলেনি। হাসপাতালের স্লিপসহ সব তথ্য কমিটিতে জমা দিয়েও বিষয়টি নিশ্চিত হয়নি।
এসএইচ