শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে, না হলে পাস করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:৪৮ পিএম

এখন থেকে শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করলেই হবে না, নিয়মিত পড়াশোনা না করলে পাস করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত ‘এইচএসসি পরীক্ষা ২০২৫: ফলাফল বিশ্লেষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “শুনছি এইচএসসি পরীক্ষার পর অনেক জায়গায় স্টেশনারি ও শিক্ষা উপকরণের বিক্রি বেড়েছে। যদিও এটি প্রমাণিত নয়, তবে বিষয়টি আশাব্যঞ্জক। এটি ইঙ্গিত দেয় যে শিক্ষার্থীরা এখন ফলাফলের গুরুত্ব বুঝতে শুরু করেছে। কারণ, এখন আর কেবল পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে না—নিয়মিত অধ্যয়ন করতেই হবে।”

তিনি আরও বলেন, “গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের আলোড়ন তুলেছে। এজন্য আমরা ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে এই সভার আয়োজন করেছি।”

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবেদ চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইয়ার বিভাগের অধ্যাপক শাহ শামীম আহমেদসহ নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন জেলার এডিসি (শিক্ষা) এবং এইচএসসি পরীক্ষায় ভালো ও খারাপ ফল করা ১৮টি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নে উৎসাহিত করতে স্কুল-কলেজ পর্যায়ে মূল্যায়ন ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন।

এম