হিজাব নিয়ে মন্তব্য: ক্ষমা চাইলেন রাবি অধ্যাপক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১২:৩৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে সম্প্রতি শিক্ষার্থী ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন। ঘটনার পর ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দেয়।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাত শিক্ষার্থীরা তার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে নেমে যান। সামাজিক মাধ্যমে তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে ওঠেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্টে তিনি বলেন, হতাশাজনিত এক মুহূর্তে এমন কিছু মন্তব্য করেছেন যা উচিত হয়নি এবং দ্রুতই পোস্টটি মুছে ফেলা হয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পোশাকের কারণে কাউকে বড় বা ছোট করে দেখা তার ভাবনায় নেই, এবং হিজাব সমর্থনের জন্য তার আগে ও পরে অনেক পোস্ট রয়েছে।

অধ্যাপক আরও উল্লেখ করেন, “যদি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময় শিক্ষার্থীদের কল্যাণ কামনা করি এবং চাই না, এই ঘটনাকে কেন্দ্র করে কোনো শিক্ষক বা শিক্ষার্থী অসুবিধায় পড়ুক।”

এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাকসুর পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১টায় স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সোমবার রাত ১১টায় শিক্ষার্থীরা তার মন্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ দেখান এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এম