কবি নজরুল কলেজে অপরিচ্ছন্ন ওয়াশরুম ও কমনরুম, দুর্ভোগে শিক্ষার্থীরা

  • কবি নজরুল কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে ওয়াশরুম ও নারী শিক্ষার্থীদের কমনরুম নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। কলেজের ওয়াশরুমগুলোতে দরজার সিটকানি ভাঙা, হ্যান্ডওয়াশের অভাব, পানির স্বল্পতা, ব্যাসিনের ট্যাপ নষ্ট থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি করতে হচ্ছে। এছাড়া নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশরুম না থাকায় অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

নারী শিক্ষার্থীদের কমনরুমে মাত্র একটি টেবিল ও দুইটি চেয়ার থাকায় ব্যবহারিক সমস্যা তৈরি হয়েছে। ছোট কমনরুমে অল্প কয়েকজন শিক্ষার্থীই বসতে পারে এবং সেখানে প্রশাসনের মালামাল রাখায় স্থান ব্যবহার করা দুষ্কর হয়ে উঠেছে। কমনরুমে দুটি টয়লেট থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই, পানি ও সাবান নিয়মিত সরবরাহ করা হয় না।

ছাত্রীরা জানান, ওয়াশরুমের টাইল, দরজা ও বেসিনের অবস্থা অত্যন্ত খারাপ। মেয়েদের জন্য পৃথক সুবিধা থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার উপযোগী নয়। শিক্ষার্থীরা বাধ্য হয়ে ওয়াশরুম ব্যবহারের জন্য একে অপরকে পাহারা দিতে হয়। কমনরুমের অপর্যাপ্ত পরিসর ও অপরিচ্ছন্ন পরিবেশ পড়াশোনায়ও বিরূপ প্রভাব ফেলে।

শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, এই সমস্যার কারণে পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে গুরুতর অসুবিধা তৈরি হচ্ছে এবং এটি দায়িত্বহীনতার পরিচায়ক।

অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, কমনরুমের সামনে স্টাফ রুমের কাজ চলায় কিছুদিন অপরিষ্কার ছিল। তবে দ্রুত তা পরিষ্কার করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আরও চেয়ার ও টেবিল রাখা হবে এবং বেসিনের প্রয়োজনীয় সরবরাহ নিয়মিত করা হবে। পর্যাপ্ত কর্মচারী না থাকায় সবসময় ওয়াশরুম পরিষ্কার রাখা সম্ভব হয় না, তবে নিয়মিত পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

এসএইচ