৫০তম বিসিএসের নতুন মানবন্টন প্রকাশ, হঠাৎ ব্যাপক পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মানবন্টন অনুযায়ী, বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলিতে ৫ নম্বর করে কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ৫ নম্বর করে বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।

প্রার্থীরা ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত পরিশোধের সুযোগ থাকবে।

পিএসসি জানিয়েছে, নতুন মানবন্টন অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং কিছু বিষয়ে ভারসাম্য রক্ষায় এই পরিবর্তন আনা হয়েছে।

এসএইচ