দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন জেলায় আবেদন কত?

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:১৬ পিএম
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে ৪০ জেলা থেকে মোট ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী আবেদন করেছেন। জেলা–ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এবারও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা আবেদন সংখ্যায় শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি আবেদন এসেছে ময়মনসিংহ থেকে ৪২ হাজার ৯১০টি। সবচেয়ে কম আবেদন করেছে মেহেরপুর, মাত্র ৪ হাজার ৭০০ জন।

নিয়োগ-আগ্রহের এই বড় প্রবাহে স্পষ্ট হয়েছে-প্রাথমিক পর্যায়ে সরকারি চাকরির আকর্ষণ আগের মতোই শক্ত অবস্থানে রয়েছে।

মাঠপর্যায়ের আবেদনসংখ্যা বলছে, বাগেরহাটে আবেদন করেছেন ১৪ হাজার ৭৯৭ জন, বরগুনায় ১০ হাজার ৬৩৫ জন, বরিশালে ২৬ হাজার ৩৩৭ জন এবং ভোলায় ১৫ হাজার ৬১ জন। বগুড়া থেকে আবেদন এসেছে ৩১ হাজার ২৬৫টি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৫ হাজার ১৪৭টি ও চুয়াডাঙ্গা থেকে ৮ হাজার ৫৪৯টি।

দিনাজপুরে ৩৩ হাজার ৮৫৬ জন, গাইবান্ধায় ২৭ হাজার ৬৮৮ জন এবং হবিগঞ্জে ১১ হাজার ৬৯০ জন আবেদন করেছেন। জামালপুরে এই সংখ্যা ২৪ হাজার ৬৭, যশোরে ২৫ হাজার ৫৪৪, ঝালকাঠিতে ৮ হাজার ২০৮ এবং ঝিনাইদহে ১৬ হাজার ৭৭০।

জয়পুরহাটে ৮ হাজার ৪০৫, খুলনায় ২২ হাজার ৫৩৩, কুড়িগ্রামে ২৪ হাজার ২৭৪ এবং কুষ্টিয়ায় ১৬ হাজার ৬৬৩ জন আবেদন করেছেন। লালমনিরহাটে আবেদন ১৪ হাজার ৩৬৬, মাগুরায় ৮ হাজার ৮৭১ এবং মেহেরপুরেই সর্বনিম্ন ৪ হাজার ৭০০।

মৌলভীবাজারে আবেদন ৯ হাজার ৪৬৭, ময়মনসিংহে সর্বোচ্চ ৪২ হাজার ৯১০, নওগাঁয় ২৩ হাজার ৩৫৭, নড়াইলে ৬ হাজার ৪৬৫ এবং নাটোরে ১৬ হাজার ৩৭৮ জন। নেত্রকোনায় ২১ হাজার ৯০৫, নীলফামারীতে ২১ হাজার ৯৮১, পাবনায় ২৩ হাজার ১৮১ এবং পঞ্চগড়ে ১০ হাজার ৮১০ জন আবেদন করেছেন।

পটুয়াখালীতে আবেদন পড়েছে ১৯ হাজার ২৫০, পিরোজপুরে ১২ হাজার ৪২৬, রাজশাহীতে ২৬ হাজার ৮০১ এবং রংপুরে ৩২ হাজার ১২৮। সাতক্ষীরায় আবেদন ২০ হাজার ৯৭১, শেরপুরে ১৪ হাজার ১০১, সিরাজগঞ্জে ৩০ হাজার ২২২, সুনামগঞ্জে ১৪ হাজার ৪৮৯, সিলেটে ১২ হাজার ২৩৩ এবং ঠাকুরগাঁওয়ে ১৭ হাজার ৪২৮ জন।

সূত্র জানিয়েছে, আবেদনগুলো যাচাই-বাছাই শেষ করে নির্ধারিত সময়েই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এসএইচ