পে স্কেল নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাবি শিক্ষকদের স্পষ্ট বিবৃতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:০০ পিএম
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো বেতন কাঠামো গ্রহণযোগ্য হবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, প্রজাতন্ত্রের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্মানজনক ও যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণের প্রত্যাশা অনুযায়ী কমিশন কাজ শুরু করলেও বর্তমান পরিস্থিতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কমিশনের বর্তমান কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হতাশাজনক। একই সঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. মো. মাকছুদুর রহমানের পদত্যাগকে সাহসী ও নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে।

সাদা দল আশা প্রকাশ করেছে, জাতীয় বেতন কমিশন দ্রুত তাদের ত্রুটিপূর্ণ অবস্থান সংশোধন করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ বজায় রেখে একটি গ্রহণযোগ্য সুপারিশ পেশ করবে।

তারা জানিয়েছেন, কমিশনের বর্তমান অসঙ্গতিপূর্ণ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএইচ