সায়েন্সল্যাবে সাত কলেজের আন্দোলনে ঢাবির বাস ভাঙচুর, আহত ৭

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ঢাবির দুই শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে বাসটি আটকে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটির পেছন দিক থেকে ইট-পাটকেল ছোড়া হলে জানালার কাচ ভেঙে যায় এবং কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত বাসটি ‘অর্জন’, যা হাজারীবাগ থেকে ঢাবি ক্যাম্পাস রুটে চলাচল করত।

ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় বিকল্প রুটে বাস চলাচলের পরিকল্পনা করা হচ্ছে। পরিবহন দপ্তর জানিয়েছে, ভাঙচুরে আনুমানিক ২০–২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় খণ্ড খণ্ড মিছিল হয়েছে ঢাবি ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এসএইচ