হাবীবুল্লাহ্ বাহার কলেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৫:১৭ পিএম

ঢাকা: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার ইউনিভারসিটি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই ক্যাম্পাসে আসতে থাকে শিক্ষার্থীরা। চারদিকে বাজতে থাকে একুশের গান।

শহীদ মিনারের বেদি ফুল দিয়ে সাজিয়েছে শিক্ষার্থীরা

যখন ভোর ৬টা কলেজের অধ্যক্ষ আবু বকর চৌধুরীর নেতৃত্বে কলেজের শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. জব্বর মিয়া, কলেজ গভার্নিং বডির সদস্য ও ঢাকা মাহনগর দক্ষিণ যুবলীগের সাংগাঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, ছাত্র প্রতিনিধি আলাউদ্দিন লিটনসহ শিক্ষক ও ছাত্ররা।  

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই