ভিসি নিয়োগের পরেই রাবি রেজিস্ট্রারের পদত্যাগ

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০১৭, ০৬:৩১ পিএম

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রথম কার্যদিবসেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক।

সোমবার (৮ মে) সকালে নতুন ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বরাবর পদত্যাগ পত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দপ্তরে এসে ভিসির কাছে পদত্যাগ পত্র জমা দেন ড. এন্তাজুল হক।

পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে ড. এন্তাজুল হক বলেন, আমি অবসর প্রাপ্ত অধ্যাপক, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করছিলাম। যেহেতু নতুন ভিসি দায়িত্ব গ্রহণ করেছেন, এবার ভিসি তার পছন্দ মতো রেজিস্ট্রার নিয়োগ দেবেন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান রেজিস্ট্রার সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক মিজানউদ্দিনের অনুসারী হওয়ায় নতুন ভিসি আসায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএই্চএম