এইচএসসির ফল প্রকাশ আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ১০:০২ এএম

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রোববার। এর মাধ্যম দিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসেবে ২৪ জুলাই ৬০ দিন পূর্ণ হচ্ছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, দুপুর দেড়টা পর থেকে সারাদেশে একযোগে পরীক্ষার ফল জানা যাবে। টেলিটক মোবাইল ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।

সোনালীনিউজ/ঢাকা/এআই