২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৬:৫৪ পিএম

সাভার: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বক্তব্য দেন। বক্তারা ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছিল এবং যারা এমন নেক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও তা দ্রুত কার্যকর করার দাবি জানান।

সমাবেশে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অনিক কুমার দেবনাথ, শামিম শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, মাহফুজুল হক সানি, সাংগঠনিক সম্পাদক- অভিষেক মণ্ডল, আকলিমা আক্তার এশা প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম