ঢাবির ‘চ‍‍’ ইউনিটের ফল প্রকাশ

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ০৯:১৫ পিএম

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল অনু্যায়ী মেধাক্রমের প্রথম ১৫৫২ জন পরবর্তী ড্রয়িং পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

প্রকাশিত ফলাফলে বলা হয়,‘চ’ ইউনিটে ১৩৫ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ১৩৪৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১০৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাশ করা প্রথম ১৫৫২ জন ড্রয়িং পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) গিয়ে ‘চ’ ইউনিটের নোটিশ সেকশনে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম