জাবিতে প্রীতিলতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৫:১৪ পিএম

জাবি: বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী পথিকৃৎ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৮৫তম আত্মাহুতি দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান শুভ্র’র নেতৃত্বে জাবি প্রীতিলতা হলের সামনে অবস্থিত প্রীতিলতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ইউরোপিয়ান ক্লাবের পাশের এই স্থানে প্রীতিলতা আত্মাহুতি দেন (স্থানটি তার স্মরণে সংরক্ষিত)

এসময় সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থি ছিলেন।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন। সফল অপারেশনের পর সঙ্গীরা নিরাপদে বেরিয়ে গেলে ধরা পড়ে যাওয়ার মুহূর্তে মাত্র ২২ বছরে ‘সায়ানাইড’ খেয়ে দেশের জন্য আত্মাহুতি দেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম