ঢাবি একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি সুনামগঞ্জের রাজীব

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৭:০৭ পিএম
রাজীব

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টুইন টাওয়ার খ্যাত বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে গুরুত্বপূর্ণ সহ-সভাপতি পদ পেয়েছেন সুনামগঞ্জ সদরের আজহারুল ইসলাম রাজীব।

তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ৩য় বর্ষের এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

ক‌মি‌টিতে পদ পাওয়ার অনুভূ‌তি জান‌তে চাইলে আজহারুল ইসলাম রাজীব আনন্দ প্রকাশ করে বলেন, নিজের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পদ-পদবী মুখ্য বিষয় নয়। বরং বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালন-পালন করাই হচ্ছে একজন কর্মীর প্রধান কাজ।

তিনি আরো বলেন, জীবনে ভালো কিছু করতে হলে নিজের উপর আস্থা এবং বিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় শক্তি।

ভবিষ্যতে নিজের মেধা এবং রাজনৈতিক আদর্শকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান রাজীব।

এর আগে গত বছ‌রের ১২ ডিসেম্বর সভাপ‌তি-সাধারণ সম্পাদক ম‌নোনীত ক‌রে বিজয় একাত্তর হলসহ একসঙ্গে ১৮ হ‌লের ক‌মি‌টি ঘোষণা ক‌রে ঢাবি ছাত্রলীগ। এর দীর্ঘ ১১ মাস প‌রে বৃহস্প‌তিবার (১৬ নভেম্বর) বিজয় একাত্তর হলের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করা হয়।

সোনালীনিউজ/এমএইচএম