রাবিতে ভর্তি ফি না বাড়ানো ও সান্ধ্য কোর্স বাতিল দাবি

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৯:২৬ পিএম
প্রতীকী ছবি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি ফি না বাড়ানো ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান তার কার্যালয়ে এ স্বারকলিপি গ্রহণ করেন।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ছাত্র বিক্ষোভ ও আন্দোলন উপেক্ষা করে ২০১৪ সাল থেকে সান্ধ্য কোর্স চালু করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাডেমিক ক্লাস বাদ দিয়ে সান্ধ্য কোর্স নিয়েই বেশি ব্যস্ত থাকেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কোর্স প্রতি ৬০টি ক্লাস নেয়ার বাধ্যবাধকতা থাকলেও অনেক শিক্ষক তা মানছেন না। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব পড়ছে।

এমনকি সম্প্রতি সময়ে সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি না বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায়, দপ্তর সম্পাদক দেলওয়ার সবুজ, ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল, ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লিটন দাস, শাকিলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম