রাকসু নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৩:৫৯ পিএম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ‘রাকসু আন্দোলন মঞ্চ’-এর ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ গণস্বাক্ষর কর্মসূচির কার্যক্রম চলবে।

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শেষে এর একটি প্রতিলিপিসহ উপাচার্যের নিকট স্মারকলিপি দেবেন তারা। উপাচার্যের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রাকসু আন্দোলন মঞ্চ’ গঠিত হয়। ওইদিন সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে ধারাবাহিক এ কর্মসূচির সূচনা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর