জাবিতে আবারও নারী ভিসি অধ্যাপক ফারজানা

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৯:১২ পিএম

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আগামী ৪ বছরে জন্য আবারও উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা যায়, জাবির বর্তমান ভিসিকে আবারো ভিসি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি মনোনীত করেছেন।

তবে রাষ্ট্রপতির আদেশের চিঠি এখানো অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে পৌঁছায়নি বলে জানান অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, শুনেছি রাষ্ট্রপতি মহোদয় আমাকে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব দিয়ে সকল ফাইলে স্বাক্ষর করেছেন। তবে চিঠির অনুলিপি এখনো আমি হাতে পায়নি।

তবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাষ্ট্রপতির এ আদেশ জানতে পেরে বিভিন্ন মহল থেকে ভিসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জনিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন।  আগামী মাসের ২ তারিখে তার মেয়াদ শেষ হওয়ার আগেই মাননীয় আচার্য মহোদয় বুধবার তাকে আবারও দায়িত্ব দেন।    

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর