জাতীয় শিশু দিবস উপলক্ষে জবি ছাত্রলীগের সভা

  • জবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৮, ১০:৪১ এএম

ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আলোচনা সভা বুধবার (২১ মার্চ) জবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জবি ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম।

অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাওছার, সহ-সভাপতি আব্দুল্লাহ শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক আজিজ, সহ-সভাপতি মুমিনুর রহমান মুমিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক এম. এ. মুমিনসহ প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সোনালীনিউজ/এমটিআই