পুনর্মিলনী করবে কুমারখালী পাইলট বালিকা বিদ্যালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০১৮, ১১:২৩ পিএম

ঢাকা: বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও বাউল কাঙ্গাল হরিণাথ মজুমদারের স্মৃতি বিজরিত জেলা কুষ্টিয়া। বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয়ও এ জেলায় অবস্থিত। জেলার কুমারখালী উপজেলার ‘কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়’এর ১৫৫ বছর পূর্তি হচ্ছে।

বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে প্রাচীন এ বিদ্যালয়টি। এজন্য প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্রীদের এক পুনর্মিলনীর আয়োজন ও স্মরণিকা প্রকাশ করা হবে দিনটি উদযাপনে। পুনর্মিলনীতে অংশ নেয়ার জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

রেজিষ্ট্রেশন চলবে আগামী ১৫ মে পর্যন্ত। স্মরনিকায় লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।

প্রাক্তন ছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সার্বিক যোগাযোগের জন্য নির্ধারিত মোবাইল ফোন হচ্ছে ০১৭১৪০৪০১৯৮ ও ০১৭৭৪৭৯২৫৯৬। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করলে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা