বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক   | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৮, ১১:১২ এএম

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সঙ্গে একত্মতা ঘোষণা করে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবারই (১০ এপ্রিল) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা মাঠে নামেন। 

এরই ধারাবাহিকতায় বুধবার (১১ এপ্রিল) ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। 

বুধবার সকাল সাড়ে নয়টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/এআই