জাবিতে বিতর্ক মঞ্চের সভাপতি তানজিলা, সম্পাদক নাজমুন

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০১৮, ০৮:২১ পিএম

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে বিভাগের ৪৪ ব্যাচের তানজিলা আজাদ মৌকে সভাপতি ও ৪৫ ব্যাচের নাজমুন নাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম ফিরোজ-উল-হাসান এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্যান্য পদ প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি প্রশাসনে মো. সাইফুল্লাহ, বিতর্কে আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাসনে জাহিদ হাসান, বিতর্কে হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইমুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক শেখ ফারহানা, অনুষ্ঠান সম্পাদক নোমান আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ সুমনা সামান্তা, দপ্তর সম্পাদক ফারহান আনজুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভানা আখতার, শিক্ষা ও গবেষণা সম্পাদক বুশরা তালেব এবং কার্যকরী সদস্য হিসেবে ইকরামুল হক, হাছিবুল হাসান, আলিফ আমরিন ও উম্মে হাবিবা। সম্মানিত কার্যকরী সদস্য মেহবুব হাসান ও রুকাইয়া আলম।

এ ছাড়া মঞ্চের মডারেটর হলেন বিভাগীয় সভাপতি ড. শামসুন্নাহার খানম, ক্লাব উপদেষ্টা- মো. কামরুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা- কামরুল হাসান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর