বাজেটে বরাদ্দ না থাকায় আন্দোলনের হুশিয়ারি শিক্ষকদের

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০১৮, ০৪:১৯ পিএম

ঢাকা : প্রস্তাবিত বাজেটে স্কুল-কলেজ এমপিও এবং জাতীয়করণের জন্য সুনির্দিষ্ট ভাবে বরাদ্দ না দেয়ায় চলতি মাসেই আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

গতবারের থেকে শিক্ষায় বরাদ্দ বাড়লেও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য এই বাজেট অপ্রতুল বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষায় বরাদ্দ ৫৩ হাজার ৫৪ কোটি টাকা।

এদিকে শিক্ষাখাতের মান উন্নয়নের জন্য এ বাজেটকে অপর্যাপ্ত বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। গবেষণা, পাঠ্যক্রম সংশোধন সহ শিক্ষার মৌলিক জায়গাগুলোতে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের।

শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এবারের বাজেটেও তা সুনির্দিষ্ট নেই, বলে অভিযোগ শিক্ষকদের।

এদিকে জাতীয়করণে বরাদ্দ না রাখায় আন্দোলনে নামার হুশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের। কারিগরি শিক্ষায়ও বরাদ্দ পর্যাপ্ত নয় বলেও বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই