রাবি সড়কে আবর্জনার স্তুপ, অপসারণের দাবিতে স্মারকলিপি

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০৪:৩৫ পিএম

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ময়লা আবর্জনা স্তুপ জমে দুগন্ধ হওয়ায় তা অপসারণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে রাবি ভিসি বরাবর স্মারকলিপি প্রধান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে ৫০ গজ দূরে  কাজলা পর্যন্ত মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলা হয়। যা পচেগলে দুর্গন্ধ ছড়িয়ে স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া এসব কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর