জাবির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৮, ০৪:০১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা চলবে ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শুক্রবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইতিমধ্যে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। গতবারের মতো এবারও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন পরিচালনা করবে।

কোনো ধরনের জটিলতা তৈরি না হলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে juniv.edu পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর