সন্ত্রাসী হামলার শিকার রাবির চতুর্থ শ্রেণির কর্মচারী

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৮, ০৩:২৪ পিএম
ছবি: সোনালীনিউজ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে হত্যার উদ্দেশে চাপাটি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০ দিকে বিশ্ববিদ্যালয়ের ডিউটি শেষে ফেরার পথে রাজশাহী নগরীর ধরমপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম জানান, আমি রাবির একজন ৪র্থ শ্রেণির কর্মচারী। চাকরির  ডিউটি শেষে আমার চায়ের দোকানে আমি প্রতিদিন কাজ করি। গতকাল বাড়ি ফেরার পথে মৃত. শাইদুর রহমানের  ছেলে মো. সৌরাভ (২৮) ও শফিক (২২) দুই ভাই পথ রোধ করে আমার মোবাইল ও ব্যবসার ২০,০০০/- (বিশ হাজার) টাকা ছিনিয়ে নিতে চায়। প্রথমে আমি না দিতে চাইলে চাপাতি দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

বর্তমানে গুরুতর আহত শহিদুল রামেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর