রাবি প্রক্টরের সঙ্গে প্রগতিশীল নেতাকর্মীদের আলোচনা

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৮, ০৮:২০ পিএম

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাই, চাঁদাবাজি, ছাত্রদের আটকে রেখে মুক্তিপণ আদায়, ক্যাম্পাসে ছাত্রী উত্যক্তসহ চলমান সমস্যা নিয়ে প্রক্টরের সঙ্গে আলোচনা করেছে শাখা প্রগতিশীল ছাত্র জোট। রোববার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর অফিসে এ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া আলোচনা মধ্যে প্রশাসনের অনিয়ম ও দায়িত্বহীনতার বিষয়ে, রাকসু নির্বাচন এবং ছাত্র হলে সিট বাণিজ্যসহ চিহ্নিত অপরাধীদের শাস্তির দাবি জানান তারা।

প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে বিভিন্ন ছিনতাই, চাঁদাবাজি রোধে সকলকে এগিয়ে আসতে হবে। কোনো তথ্য পেলেই আমাদের জানালে অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া তিনি সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় রাবি ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন, ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তারেক কর্নেল, ছাত্র ইউনিয়নের সভাপতি এম এম শাকিল, সদস্য শাকিলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর