জকসুর দাবিতে উন্মুক্ত আলোচনা

  • জবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৭:৩৯ পিএম

জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (২২ জানুয়ারি) ছাত্র সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়র ভাস্কর্য চত্বরে এ আয়োজন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। কৃষক শ্রমিক মেহনতি মানুষের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ বৃদ্ধি, জাতীয় নেতৃত্বের সৃষ্টি এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি পরিচালনা করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন।

এ সময় বক্তারা দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করে ছাত্র সংসদের ঘোষণা করার দাবি জানান।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি মিফতাহ আল ইহসান।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর