বিএইচটিএম ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৫:০৭ পিএম

চট্টগ্রাম: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিএইচটিএম ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ মে) কক্সবাজার শহরের কলাতলি পুস্পদম রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজর করা হয়।

বিএইচটিএম বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও  ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মো. মুজিবুর রহমান।

বক্তব্যকালে তিনি বলেন, ‘বিএইচটিএম বিভাগটি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এখানকার শিক্ষার্থীরা উক্ত ব্যাচেলর ডিগ্রী অর্জন করার সঙ্গে সঙ্গে এখানকার বিভিন্ন ভালোমানের হোটেল মোটেলগুলোতে সহজেই তাদের ইন্টার্নশিপ নিতে পারে এবং পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ হয়।’

তিনি আরো বলেন, ‘কক্সবাজারের জন্য হসপিটালিটি ও ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনেক অবদান রাখতে পারবে, তাই বিভাগটি নিয়ে ভবিষ্যতে আরো অনেক সুদূরপ্রসারী চিন্তাভাবনা করা হচ্ছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,  ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা শিউলী, পরীক্ষা নিয়ন্ত্রক  এএসএম সাইফুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এহসান।

ইফতারের প্রারম্ভে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বেলাল নূর আজিজী ইফতার মাহফিলে মোনাজাত করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, পরিচালক অর্থ আবদুস সবুর এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিএইচটিএম বিভাগের শিক্ষার্থীরা।
বিএইচটিএম বিভাগের শিক্ষক দেবশ্রী ভৌমিক ও ডিপার্টমেন্টের বিভিন্ন শিক্ষার্থীদের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/এমএইচএম