আমার জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারি সে লক্ষেই এগুচ্ছি : সানাই

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৮:৩৭ পিএম

ঢাকা : সানাই মাহবুব সুপ্রভা। এই প্রজন্মের একজন জনপ্রিয় আলোচিত মডেল ও অভিনেত্রী। বেশ কিছু মিউজক ভিডিও ওয়েব সিরিজ সহ কাজ করছেন কয়েকটি চলচ্চিত্রেও। সাম্প্রতিক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়  তার  সাথে।

সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি -মারুফ সরকার
   
সোনালীনিউজ : কেমন আছেন। কি করছেন?

সানাই : ভালো, আলহামদুলিল্লাহ, আপনি?

সোনালীনিউজ : আমিও ভালো, সাম্প্রতিক সময়ে কি কাজ করা হচ্ছে?

সানাই : এখন মিউজিক ভিডিওর কাজ বেশি চলছে। আর ওয়েব সিরিজ এর কাজ করতেছি। সাম্প্রতিক ‘ভয়’ নামের একটা ওয়েব সিরিজের কাজ শেষ করলাম।

সোনালীনিউজ : মিডিয়াতে আপনি অন্য দশটা মডেল থেকে আলাদা, এই আলাদা হওয়ার কারনে আপনাকে কোন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা?

সানাই : বাধাতো প্রতিমূহুর্তেই আসে। স্রোতের বিপরীতে হাটার যেমন একটা সুফল আছে যে সবাই চিনে সবাই জানে। এটা যেমন আছে তেমনি বাধাও আছে আমাকে প্রতিমূহর্তেই পাথর সরিয়ে রাস্তা চলতে হচ্ছে। বাধা আমার প্রতিটা ক্ষেত্রেই আসছে।

সোনালীনিউজ : বর্তমান সময়ে দেখা যায় আপনার ছবিতে এবং ভিডিওতে অনেকেই বাজে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্য আপনার মন্তব্য কি?

সানাই : তাদের উদ্দেশ্যে আমার মন্তব্য হলো করুচিপূর্ণ মনোভাব তারা যেনো বাদ দেয়। আরেকজনের দিকে আংগুল তোলার আগে যেনো নিজের দিকে তাকায়। তাদের যদি এগুলা এতোই খারাও লাগে তাহলে এগুলা তারা দেখবে কেনো? এটা তাদের কেমন ধরনের মনোভাব! আসলে ব্যপারটা হলো আংগুর ফল টক, আমাকে তারা কাছে পাচ্ছেনা তাই তাদের কাছে আমি খারাপ।

সোনালীনিউজ : বড় পর্দায় অভিনয়ের ব্যপারে আপনার পরিকল্পনা কি?

সানাই : আসলে বড় পর্দায় আমি রীতিমতো কাজ করতে চাই। আমি এখন যে পজিশনে আছি এটাকে যেনো আরো উন্নত করতে পারি। আমার জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারি সে লক্ষেই এগুচ্ছি।

সোনালীনিউজ : আপনার শুভাকাঙ্ক্ষী এবং সমালোচকদের উদ্দেশ্যে কিছু বলুন।

সানাই : শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমি বলবো তাদের ভালোবাসার কারনেই আমি আজকের সানাই। সমালোচকদের উদ্দেশ্যে বলবো সমালোচনা করুন তবে তা গঠনমূলক যেনো না হয়। আক্রমণাত্মক সমালোচনা থেকে বিরত থাকুন।

সোনালীনিউজ : মিডিয়া নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

সানাই : আসলে আমি কোন কাজেরই পরিকল্পনা করিনা। আমার যা করা হয় হুটহাট করেই হয়ে যায়।

সোনালীনিউজ/এমটিআই