প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়ছেন মৌসুমী

  • মারুফ সরকার | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০৭:৫৯ পিএম

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়ছেন অভিনেত্রী মৌসুমী।

শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৫টা ১০ মিনিটি পর্যন্ত ভোটগ্রহণ চলে।

যদিও ভোটগ্রহণের সময় পাঁচটা পর্যন্ত ছিল তবে পরে তা বাড়ানো হয়। এদিকে ২০১৯-২১ মেয়াদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯ জন।

এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল করে নির্বাচন করছেন। অন্যদিকে জনপ্রিয় নায়িকা মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে লড়ছেন, তার প্রতিদ্বন্দ্বী খলনায়ক মিশা সওদাগর।

সাধারণ সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস কোবরা, তাঁর প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খান। তবে সবার আশা, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মিশা-মৌসুমীর।

সোনালীনিউজ/এমটিআই