গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি নুসরাত

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ১১:৩৫ এএম
নুসরাত জাহান

ঢাকা: হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তাকে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাকে আইসিইউতে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধের ওভারডোজের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

কিছুদিন আগে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। মাত্র ২৮ বছর বয়সেই এমপি হয়েছেন তিনি।

নুসরাত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভা আসন থেকে সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সায়ন্তন বসু। সাংসদ নির্বাচিত হওয়ার পর কলকাতার সফল উদ্যোক্তা নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।খবর জিনিউজের।

সোনালীনিউজ/এইচএন