শুটিংয়ে দুর্ঘটনার শিকার হৃতিক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৬, ০৮:০০ পিএম

বিনোদন প্রতিবেদক

নতুন বছরের শুরুতেই দুর্ঘটনার শিকার হলেন বলিউড সুপার হিরো খ্যাত অভিনেতা হৃতিক রোশন। মুম্বইয়ের শহরতলী নওগাঁওতে চলছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরবর্তী ছবি ‘মহেঞ্জোদাড়ো’র শুটিং।
সেখানে চলছিল সুপারস্টার হৃতিক রোশনের বিপজ্জনক একটি অ্যাকশন দৃশ্যের শুটিং। কোনো বডি ডবল ছাড়াই অ্যাকশন স্টান্টটি করতে যান ছবিটির নায়ক হৃতিক। এমন সময়েই হঠাৎ বিপত্তি! বেকায়দায় গুরুতর চোট লাগে হৃতিকের গোড়ালি এবং লিগামেন্টে। তার দু’পায়ের লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে বলে জানা গেছে।

চিকিৎসকের পরামর্শে অন্তত সপ্তাহ দু’য়েক সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে হৃতিককে। এর আগেও শুটিংয়ে চোট পেয়েছেন হৃতিক। ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ে গুরুতর চোট পান তিনি। ধুমের শুটিংয়ে হাঁটুতে চোট পান তিনি। ব্যাং ব্যাং-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান হৃতিক। এর জন্য অস্ত্রোপচারও করতে হয় তার মাথায়।

সোনালীনিউজ/ঢাকা/আকন