আজ জাবিতে কবি নাটকের মঞ্চায়ন

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৬, ১২:৩৪ পিএম

‘ভালবেসে মিটলো না আশ এ জীবনে, হায় জীবন এত ছোট কেনে’ আসলেই হয়তবা জীবনটা অনেক ছোট । এক জীবনে মানুষের অনেক পাওয়ার পরেও হয়তবা এমন কিছু পাওয়া থাকে- যা আরাধ্য। বলছিলাম তারাশঙ্করের কবিতে ফুটে উঠা আমাদের চিরায়ত অনুভব্য কথাটি।  

তারাশঙ্করের কবি অবলম্বনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় আজ সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন হবে নাটক-কবি। ডোম বংশের নিতাই, সমাজ বাস্তবতার লালচক্ষুর সামনে কি করে কবি হয়ে উঠে কিংবা জীবনে ধুমকেতুর মত করে ঠাকুর ঝি অথবা ঝুমুর দলের সময়ভাসা বসনের সাথে ঘটে যাওয়া ঘটনার বদৌলতে মানব মনের কথাকলিই- নির্দেশক তুলে ধরেছেন দৃঢ়তার সঙ্গে।

নাটকটি আজ মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের ২ তলায় নাটক ও নাট্যতত্ত্ব্য বিভাগের ৩নং ল্যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই