আগস্ট, আর কত কাঁদাবে আমাদের: মিম

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ১১:৩৮ এএম

ঢাকা : রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে চলন্ত প্রাইভেট কারের ওপর গার্ডারটি পড়ে। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গাড়িটির ওপর থেকে গার্ডারটি সরান উদ্ধারকর্মীরা। এরপর প্রাইভেট কারের মধ্যে পাঁচজনের লাশ পাওয়া যায়।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতবাক দেশের মানুষ। ১৫ আগস্ট শোক দিবসে আরও এক শোক ছুঁয়ে গেল তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন শোকগাঁথা।

হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম কিছুতেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। তার বুকটা হু হু করে কেঁদে উঠছে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘একটি দুর্ঘটনা। একটি পরিবারের হাহাকার। আগস্ট, আর কত কাঁদাবে আমাদের।’

এদিকে ক্যারিয়ারের সুসময় পার করছেন মিম। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা রমরমিয়ে ব্যবসা করছে। সিনেমায় তার অভিনয় দর্শকের মন জুড়িয়েছে। প্রশংসায় ভাসছেন তিনি।

মিম অভিনীত ‘দামাল’ শিরোনামের আরও একটি সিনেমা মুক্তির প্রহর গুনছে। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি।

সোনালীনিউজ/এমটিআই