মুড ভালো করবে নুসরাত ফারিয়ার গান!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ১০:৩৭ পিএম

ঢাকা : ভেঙ্গেছে তো মন আগে, বাসতে ভালো ভয় লাগে/ তোমার কাছে মন হারালে, যদি ভেঙে যায়- এমন কথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’।

মুক্তি পাওয়া গান ভিডিওতে ফারিয়াকে গান গাওয়ার পাশাপাশি নাচতেও দেখা গিয়েছে একদম বোল্ড অবতারে। তার সঙ্গে ছিলেন মমি স্ট্রেঞ্জার। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

গানটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যে নাচের ফ্লোরে জ্বলে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। নির্মাতাদের মতে, এই গান পার্টি অথবা নাইট ক্লাবে ব্যবহারের জন্য যথাযথ।

মমির কথায়, এসভিএফ মিউজিক এবং নুসরত ফারিয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। গানটা খুব সুন্দর ভাবে সৃষ্টি করা হয়েছে। যেমন গানের কথা তেমনই সুন্দর গানের সুর। এনার্জেটিক এই কম্পোজিশনটি একজনের মুড ভালো করার জন্য যথেষ্ট। পাশাপাশি এর আকর্ষণীয় বীট এবং উচ্ছ্বসিত সুরের কারণে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‘বুঝিনা তো তাই’ গানটি র‍্যাপের মিশ্রণে একটি চার্টবাস্টার তৈরি করা হয়েছে, যা রোমান্স এবং নাচের মাধ্যমে উপস্থাপণ করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরতে মিউজিক ভিডিওটি শ্যুট করা হয়েছে থাইল্যান্ডে।

সোনালীনিউজ/এমটিআই