গানের মডেল হলেন তুষি

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০১৬, ০৩:৩২ পিএম

প্রথমবারের মতো গানের মডেল হলেন লাক্সতারকা নাফিজা তুষি। টেলিভিশনের পর রুপালি পর্দায় ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে নাফিজার অভিষেক হয়। লাকী আখান্দের কালজয়ী গান ‘আগে যদি জানিতাম, তবে মন ফিরে চাইতাম'’ শীর্ষক গানটিতে তাকে দর্শকরা মডেল হিসেবে দেখলেন। গত ২৬ সেপ্টেম্বর বিকালে ইউটিউবে গানটি প্রকাশ করা হয়।

গানটির কথা যৌথভাবে লিখেছেন লাকী আখান্দ ও ফেরদৌস ওয়াহিদ। মূল শিল্পী তারাই। সুর করেছেন লাকী আখান্দ। চিকিৎসাধীন এই সুপারষ্টাকে উৎসর্গ করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন রেদওয়ান রনি। এতে তুষির পাশাপাশি মডেল হয়েছেন তার ‘আইসক্রিম’ ছবির সহশিল্পী রাজ। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো তারা জুটি বাঁধলেন। নিজের নতুন সঙ্গীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন লিমন। তারই সঙ্গীতে লাকী আখান্দের আরেক জনপ্রিয় গান ‘আবার এলো যে সন্ধ্যা’র ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। এতে মডেল হয়েছেন অগ্নিলা ও আজাদ। কিছুদিন পর লাকী আখান্দের আরেক গান ‘আমায় ডেকো না’র ভিডিও ছাড়া হবে। প্রাণ ফুডস লিমিটেড তার চিকিৎসা সহায়তার জন্য ভিডিওগুলো তৈরির উদ্যোগ নিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই