ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও এ উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। এরমধ্যে ১ জুলাই থেকে প্রচার হচ্ছে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’।
২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন।
[251996]
অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের ওপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি বিশেষ আয়োজন।
ইউআর