ঢাকা: ওপার বাংলায় দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে দর্শক। মুক্তির দিন (১৪ আগস্ট) সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়েছে দর্শকের ভিড়; প্রতিটি শো-ই চলছে হাউজফুল। এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা; এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার।
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’
এই প্রযোজক আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’
ইউআর