দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা করলেন পূর্ণিমা

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৮:১১ পিএম
ফাইল ছবি

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের ও দ্বিতীয় স্বামী রবিনের বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়েছেন। বুধবার বিকেলে একটি ছবি পোস্ট করে পূর্ণিমা স্পষ্ট করেছেন, তারা এখনো একসাথে রয়েছেন। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে বসে আছেন তিনি।

পূর্ণিমা ২০২২ সালে রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রবিন পেশায় বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের পরিচয় কাজের সূত্রে, তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক, এরপর বিয়ে হয়।

পূর্ণিমা ২০০৭ সালে প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। ২০২২ সালে পূর্ণিমা দ্বিতীয় বিয়ের খবর জানানোর পরই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে পূর্ণিমা একটি পোস্টে লিখেছিলেন, মানুষকে নিয়েই ভাঙন আসে। তিনি জানান, *“মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই-তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।”*

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, এই ধরনের সম্পর্ক থেকে দূরে থাকা শ্রেয়। মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।

এসএইচ