শিল্পকলায় ‘পঞ্চনারী আখ্যান’

  • শিল্প ও বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৬, ০৭:২৫ পিএম

ঢাকা: নিপীড়ন-নির্যাতনের যাঁতাকলে পিষ্ট হওয়া যেন নারীর নিয়তি। প্রচলিত এ ধারণাকে অগ্রাহ্য করে বন্দীদশা থেকে মুক্তি পেতে নিরন্তর সংগ্রামে লিপ্ত সারাবিশ্বের নারী। বৈষম্যের হাহাকারকে অতিক্রম করে মানুষ হিসেবে নিজেকে অনুভব করার স্পৃহা ও এর আর্তনাদ ফুটে সাবলিলভাবে ফুটে উঠেছে ‘পঞ্চনারী আখ্যান’ নাটকে।

নারীর নিজেকে খুঁজে পাওয়ার আখ্যানধর্মী আলোচিত এই নাটকটিই আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার প্রযোজনার ৩৭তম মঞ্চায়নটি হবে। হারুন রশীদের রচনায় এবং শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করবেন রোজী সিদ্দিকী।

ক্ষয়িষ্ণু সমাজের ভার বহনে পাঁচ নারীর যাপিত জীবনের গল্প ‘পঞ্চনারী আখ্যান’। কন্যা, জায়া, জননী- তিন পরিচয়ে আটকে গেছে নারীর জীবন। এমন ঘটনা নিয়েই নাটকটির গল্প আবর্তিত হয়েছে।

নাটকটির মঞ্চপরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সঙ্গীত পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী। পোশাক পরিকল্পনায় নাসরিন নাহার ও আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল