জসিমকে স্মরণ করে গাইবে তার ছেলে

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ০২:৪৪ পিএম

ঢাকা: আসছে ১৩ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চিত্রনায়ক জসিম উৎসব। উৎসবে জসিমকে স্মরণ করে আয়োজন করা হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে বাবার প্রতি শ্রদ্ধা রেখে গাইবেন জসিমের ছেলে রাহুল।

গেল বছরে অ্যাকশন হিরো খ্যাত তারকা জসিম-এর স্মরণে এফডিসিতে গড়ে উঠে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’। সংগঠটির এক বছর পূর্তি উপলক্ষে আসছে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় জসিম উৎসব-২০১৬ উদযাপন হতে যাচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রের নানা অঙ্গনের জনপ্রিয় মুখ, কণ্ঠশিল্পী, মডেল ও সাংবাদিকগণ। 

এই উৎসবে বাংলাদেশ চলচ্চিত্রে ও দেশের মুক্তিযুদ্ধে চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন অতিথিরা। এছাড়া উৎসবে সম্মাননা প্রদান ও নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেলদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর এখানে গান করবেন জসিমের ছেলে রাহুল।

উক্ত উৎসবের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ব্যান্ড দল লাল সবুজের দল (ব্যান্ড)। এছাড়া উৎসবটিকে প্রাণবন্ত করতে নানাভাবে সহযোগিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল