মণিপুরি থিয়েটারের দুই দশক পূর্তিতে নাট্যোৎসব

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৬, ০৬:০৯ পিএম

ঢাকা: চলতি বছরে কুড়ি বছর উদযাপন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। আর এই উপলক্ষ্যে আসছে ২৪ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী নাট্যমেলার আয়োজন করছে সংগঠনটি। 

‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’-স্লোগান নিয়ে পাঁচ দিনব্যাপী এই আয়োজনে থাকবে নিজেদের ৫টি নাটক। রাজধানীর সেগুন বাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘লেইম’। এরপর প্রতিদিন একটি করে উৎসবের শেষদিন পর্যন্ত নাটকগুলো প্রদর্শনী চলবে। 

লেইম ছাড়াও যে চারটি নাটক মঞ্চস্থ হবে সেগুলো হচ্ছে- ইঙাল আঁধার পালা, শ্রীকৃষ্ণকীর্তন, দেবতার গ্রাস এবং কহে বীরাঙ্গনা। শুধু নাটক নয়, পাঁচ দিনব্যাপী এই নাট্যমেলায় থাকবে মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচসহ বিভিন্ন পরিবেশনা। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল