ইঙাল আঁধার পালা নাটকের মঞ্চায়ন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০১৭, ১০:৫০ পিএম

ঢাকা: মৌলভীবাজারের কমলগঞ্জের নাট্যদল মণিপুরি থিয়েটার। এই নাট্যদলটি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন করলো তাদের আলোচিত প্রযোজনা ‘ইঙাল আঁধার পালা’।

একজন মণিপুরি মৃদঙ্গ বাদকের করুণ কাহিনীকে উপজীব্য করে নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এটি একইসঙ্গে বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায় মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক।

প্রযোজনাটি প্রসঙ্গে নাটকের নিদের্শক শুভাশিস সিনহা বলেন, বছরের শুরুতেই ঢাকাবাসীদের জন্য মণিপুরি থিয়েটারের শিল্পের সন্দেশ। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত নাট্যপার্বণে শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পরিবেশিত হবে এই প্রযোজনাটি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়  করেছেন  জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, উজ্জল সিংহ, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, অরুণা সিনহা, বিধান সিংহ, শ্যামলী সিনহা, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সঙ্গীত পরিচালনা করেছেন শর্মিলা সিনহা।  


সোনালীনিউজ/ঢাকা/আকন