ইজতেমায় ফ্রিতে বাড়ি পৌঁছে দিবেন ডিপজল!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৭, ০৪:২৮ পিএম

ঢাকা: বেশকিছু দিন চলচ্চিত্র থেকে বাইরে ছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তবে নতুন উদ্যমে পুরনো চেহারায় আবার ফিরলেন তিনি। ফিরেই দেশজুড়ে সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েই আলোচনায় তিনি। তবে এবার সিনেপ্লেক্স বা নতুন সিনেমার খবর দিয়ে নয়, বরং আসন্ন বিশ্ব ইজতেমায় মানুষকে ফ্রিতে আনা-নেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় তিনি!

আসছে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দুই পর্বের এই ইজতেমায় প্রথম পর্বে থাকছে দেশের ৩২টি জেলার ধর্মপ্রাণ মুসলমানের অংশ গ্রহণ। যাতে অংশ নিবেন অসংখ্য মানুষ। আর তাদের বাড়ি থেকে আনা-নেয়ার দায়িত্বে এগিয়ে গেলেন অভিনেতা ও প্রযোজক ডিপজল।  

প্রথম পর্বে দেশের ৩২টি জেলার যাত্রীদের ইজতেমাস্থলে আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ‘ডিপজল এন্টারপ্রাইজ’-এর পক্ষ থেকে ১৯৫টি বাস দেয়ার ঘোষণা করেছেন। যার মাধ্যমে বিণামূল্যে যাতায়াত করবে মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/