৬০ হাজার দর্শকের সামনে গাইবেন তারা...

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০১৭, ০২:২৫ পিএম

ঢাকা: গত দুই বছরের মত এবারো আসছে ৭ মার্চ আর্মি স্টেডিয়াম মেতে উঠবে তারুণ্যের জয় গানে। সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান দেশের সবচাইতে বড় ইয়ুথ প্লাটফর্ম ‘ইয়ং বাংলা'র আয়োজনে এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জয় বাংলা কনসার্ট'। 

‘জয় বাংলা কনসার্ট’কে ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। প্রস্তুতি চলছে বহু আগে থেকেই। প্রতিবারের মতো এবারও ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী মাতবে এই কনসার্টকে ঘিরে। আর তাদের সামনে গাইবেন দেশের নামকরা সব ব্যান্ড দল। 

ব্যান্ডগুলোর মধ্যে এবার জয় বাংলা কনসার্ট মাতাবে ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শূন্য ও শিরোনামহীন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করে আসছে ‘ইয়ং বাংলা’। কনসার্টের টিকেট এবারো ফ্রি পাওয়া যাচ্ছে এই লিংকে- http://ticket.youngbangla.org/

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল