হঠাৎ চলে গেলেন মিজু আহমেদ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৯:৫৪ পিএম

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের খলনায়ক কুষ্টিয়ার সন্তান অভিনেতা মিজু আহমেদ। সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে আটটায় ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মরদেহ কুর্মিটোলা হাসপাতালে নেয়া হচ্ছে। লাশবাহী গাড়িতে মিজু আহমেদের পরিবারের সদস্য ও চলচ্চিত্রের অনেকেই রয়েছেন।

সূত্র জানায়, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মরদেহ নিয়ে যাওয়া হবে মিজু আহমেদের নিজ বাসায়। এই অভিনেতা দীর্ঘদিন ধরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের বিপরীতে কনকর্ড টাওয়ারে বসবাস করতেন।

মিজু আহমেদ ১৯৭৮ সালে তৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক হিসেবেও ছিলেন সফল ও জনপ্রিয়। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ। শৈশব থেকেই কুষ্টিয়ার স্থানীয় নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন তিনি।

কুষ্টিয়ার কোর্টপাড়ায় তার বাড়ি। মিজু আহমেদের শিক্ষাগত যোগ্যতা বিএসসি।


সোনালীনিউজ/ঢাকা/আকন