যেভাবে মারা গেলেন মিজু আহমেদ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ১০:২৫ পিএম

ঢাকা: আকস্মিকভাবেই না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী খলনায়ক মিজু আহমেদ। তবে তার আকস্মিক মৃত্যুতে সবাই স্তব্ধ।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ট্রেনে করে দিনাজপুরে যাচ্ছিলেন মিজু আহমেদ। সেখানে ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির কাজ ছিল। কমলাপুর স্টেশন থেকে রওনা দেয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। দ্রুত তাকে বিমানবন্দর স্টেশনে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মরদেহ কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। লাশবাহী গাড়িতে মিজু আহমেদের পরিবারের সদস্য ও চলচ্চিত্রের অনেকেই রয়েছেন।

মিজু আহমেদের আকস্মিক মৃত্যু সংবাদ জানাজানি হওয়ার পর স্বজন প্রিয়জন ও ভক্তদের কেউই বিশ্বাস করতে পারছিলেন না। কেউই মেনে নিতে পারছেন না।


সোনালীনিউজ/ঢাকা/আকন