ব্রেকআপ নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০১৭, ০১:৪৩ পিএম

ঢাকা : অভিনেত্রী মিমির সঙ্গে সম্পর্ক শেষ হতে না হতেই পরিচালক রাজ চক্রবর্তীর গলা ঝুলে পড়েন নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। বিয়েও ঠিকঠাক হয়, কিন্তু হঠাৎ আবার ব্রেকআপ। কিন্তু কেন? অবশেষে মুখ খুললেন এই জপ্রিয় নায়িকা। ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে।

প্রথমে নায়ক দেবের সঙ্গে, এরপর রাজের সঙ্গে ব্রেকআপ। এ ধরনের মানসিক অশান্তি নিয়ে ঈশ্বরের কাছে কোনো অভিযোগ করেছেন? এমন প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, ‘না, আমি এ ধরনের পরিস্থিতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এগুলো আমাকে আরো শক্তিশালী করে। এমন পরিস্থিতি অনেক কঠিন, কিন্তু আমার কিছু যায় আসে না। এ নিয়ে কোনো অনুশোচনাও নেই। আমি শুধু ঈশ্বরকে শক্তি দিতে বলি, যেন এই কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারি।’

ব্রেকআপের কারণ জানতে চাওয়া হলে এ অভিনেত্রী বলেন, ‘প্রথমত আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার কিছু নেই, আমি এ প্রসঙ্গে কিছু বলব না। কেন আমাদের ব্রেকআপ হয়েছে এটি আমি নিজেও চিন্তা করিনি। সুতরাং কেন, কীভাবে এবং কার জন্য আমাদের ব্রেকআপ হয়েছে তার উত্তর দিতে পারব না। ব্রেকআপ ব্রেকআপই, পেছনে ফিরে দেখার কিছু নেই। জীবনে অনেক ভালো কিছু আসবে।’

সাবেক প্রেমিককে নিয়ে বললেন, ‘রাজ মানুষ হিসেবে খুবই ভালো এবং আমাদের সম্পর্কটা ইতিবাচকভাবে শুরু হয়েছিল এবং ভালোভাবেই শেষ হয়েছে। তাই নেতিবাচকভাবে পেছনে ফিরে তাকাব না। রাজের সঙ্গে আমার কিছু ভালো সময় কেটেছে, আমি চাই সেই স্মৃতিগুলো সেভাবেই থাকুক।’

তিনি বলেন, ‘আপনি জীবনে সবকিছু পাবেন না। আমি শুভশ্রী বর্তমান অবস্থানে দেব কিংবা রাজের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জন্য আসিনি। গত ১০ বছর আমার কঠোর পরিশ্রমের জন্য এসেছি। আমি পরিচালক রাজের অনেক বড় ভক্ত। ভবিষ্যতে তার সঙ্গে সিনেমায় কাজও করব। আমি কি দেবের সঙ্গে ধুমকেতু সিনেমায় কাজ করিনি? আমরা পেশাদার, তাই যখন কাজের প্রশ্ন আসে ব্যক্তিগত সম্পর্কগুলো পেছনে চলে যায়।’

আগে মিমির সঙ্গে প্রেম করতেন রাজ। অনেকেই ধারণা করছেন আবারো মিমির কাছে ফিরবেন এ নির্মাতা। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘মিমি অনেক প্রতিভাবান অভিনেত্রী। তার সঙ্গে বলার মতো সম্পর্ক নেই তার (রাজ), কিন্তু দেখা হলে বেশ আন্তরিকভাবে একে অপরের সঙ্গে কথা বলেন তারা। আর রাজ যদি মিমির কাছে ফিরেও যায় তবুও আমার কোনো যায় আসে না।’

সোনালীনিউজ/ এসও